বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) নিয়ে ভারতীয়রা মাতামাতি করে না। কারণটাও স্বাভাবিক। ধোনি-রায়নারা বিপিএলে খেলেন না। কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) নিয়ে এদেশের ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাসটা একটু বেশিই।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতান সাকিব আল হাসান। আর বাংলাদেশের দর্শকরা হাততালি দেন। সেই সাকিব এবারের আসরেও আলো ছড়িয়েছেন। আইপিএলের সেরা খেলোয়াড়দের তালিকায় ছয় নম্বরে রয়েছেন বাংলাদেশের এ অলরাউন্ডার। তার মোট পয়েন্ট ২৩৮.৫।
আইপিএলের সেরা খেলোয়াড় কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলা অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের পয়েন্ট ২৮৬। মাত্র হাফ পয়েন্টের জন্য ম্যাক্সওয়েলকে স্পর্শ করতে পারেননি চেন্নাই সুপার কিংসের হার্ডহিটার ডোয়াইন স্মিথ। তৃতীয় স্থানে আছেন সাকিবের সতীর্থ রবিন উথাপা।
সাকিবের দল কলকাতা দ্বিতীয়বারের মতো আইপিএলের শিরোপা জিতেছে।
ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামের মতো গোটা বাংলাদেশেও উৎসব করেছেন ক্রিকেটপ্রেমীরা। সাকিবের জন্যেই তো কেকেআরের সমর্থক এদেশের দর্শকরা। ভক্তদের হতাশও করেননি সাকিব।
২০১১ সালে অভিষেক হওয়ার পর থেকে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন তিনি। প্রথম আসরে ৭ ম্যাচে ব্যাট হাতে ২৯ রান, বল হাতে নিয়েছিলেন ১১ উইকেট। ২০১২ সালে কলকাতা শিরোপা জয়ের পেছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ৮ ম্যাচে নিয়েছিলেন ১২ উইকেট, ব্যাট হাতে করেছিলেন ৯১ রান। গত আসরে খেলেননি। আগের দুই আসরের চেয়ে এবার আরও পরিনত বাংলাদেশের সাবেক এ অধিনায়ক।
কয়েকটি ম্যাচে দারুণ ব্যাট করেন তিনি। বল হাতে কার্যকরী ভূমিকা পালন করেছিলেন। এবারের আইপিএলে ১৩ ম্যাচে ২২৭ রান এসেছে সাকিবের ব্যাট থেকে। বল হাতে উইকেট পেয়েছেন ১১টি। আইপিএল ক্যারিয়ারে সবমিলিয়ে ২৮ ম্যাচে ৩৪৭ রান এবং ৩৪ উইকেট দখলে নিয়েছেন সাকিব।