মানবতাবিরোধী অপরাধের মামলায় মোবারকের রায় যে কোন দিন

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোবারকের রায় যে কোন দিন

mobarakমানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনের রায় যে কোন দিন। ইতোমধ্যেই তার বিরুদ্ধে চলা মামলার কার্যক্রম  শেষ হয়েছে। এখন শুধু রায়ের জন্য অপেক্ষা।

সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে বিচারিক কার্যক্রম শেষ হলে রায় ঘোষণার জন্য মামলাটি অপেক্ষমাণ রাখা হয়। 

গত ১৮, ১৯ ও ২১ মে এবং সোমবার মোবারকের বিরুদ্ধে ৪ কার্যদিবসে যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী ও প্রসিকিউটর সাহিদুর রহমান। অন্যদিকে ১৯ থেকে ২১ মে পর্যন্ত মোবারকের পক্ষে ৩ কার্যদিবসে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম ও অ্যাডভোকেট মিজানুল ইসলাম।

এর আগে গত বছরের ২৩ এপ্রিল মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হন ব্রাহ্মণবাড়িয়ার মোবারক হোসেন। তার বিরুদ্ধে হত্যা, আটক, নির্যাতন ও অপহরণের ৫টি অভিযোগ এনে অভিযোগ (চার্জ) গঠন করেন ট্রাইব্যুনাল।

প্রসঙ্গত, ২০১২ সালের ১৬ জুলাই থেকে ২০১৩ সালের ২২ জানুয়ারি পর্যন্ত তদন্ত সংস্থার তদন্ত কর্মকর্তা শ্যামল চৌধুরী মোবারকের বিরুদ্ধে তদন্ত করেন। ৬ মাস ৭ দিন তদন্ত শেষে গত বছরের ২৪ জানুয়ারি মোট ৪ ভলিউমে ২৯৪ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন তৈরি করে প্রসিকিউশনে দাখিল করে তদন্ত সংস্থা।

বাংলাদেশ শীর্ষ খবর