একের পর এক ম্যাচ হেরে কোণঠাসা সিলেট রয়্যালস। প্রতিযোগিতায় এখনো পর্যন্ত কোন ম্যাচে জয়ের মুখ দেখেনি দলটি। সাফল্য পেতে চেষ্টার কোন ক্রটি ছিলো না। তারপরও জয়ের সাক্ষাৎ পাচ্ছে না দল এমন কথাই জানিয়েছেন নাঈম ইসলাম।
নাঈম ইসলাম বলেন, ‘ক্রিকেটার হিসেবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু কোন পরিকল্পনাই কাজে আসছে না। সবকিছু আমাদের বিপরীতে যাচ্ছে।’
কোচ, অধিনায়ক, বিদেশি ক্রিকেটারদের বিষয়ে নাঈম বলেন, ‘কোচ ঠিক আছেন, প্লেয়াররা পারফর্ম করতে পারছেন না। ট্রেগোর বদলে অধিনায়ক হিসেবে ম্যানেজমেন্ট অলক কাপালীকে এনেছেন। অলক অসুস্থ হওয়ায় তার বদলে ইমরুল কায়েসকে নেতা করা হয়েছে। কিন্তু কোন উদ্যোগই টিমের জন্য ভালো ফল বয়ে আনেনি। অন্য টিমে ৬০ থেকে ৭০ শতাংশ গুরুত্ব রেখেছে ফরেনাররা। আমাদের টিমের ফরেনাররা ভালো করতে পারেনি।’
সিলেট রয়্যালসের ক্রিকেটাররা মানসিক চাপ ও অস্থিরতা থেকে বেরোতে পারছেন না বলে অভিমত দিয়েছেন রয়্যালসের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান। বলেন, ‘বিপিএল শুরুর আগে টিম স্ট্রং ছিলো। দু-এক ম্যাচ হারার পর থেকে ক্রিকেটাররা আপসেট হয়ে পড়েন। মানসিক চাপ থেকে বেরোতে পারছেন না তারা। মানসিক অস্থিরতা কাজ করছে সবার মধ্যে।’