প্রধান কোচের আগেই বাংলাদেশ দলের দায়িত্ব ভার তুলে নিচ্ছেন বোলিং কোচ হিথ স্ট্রিক। যদিও বোলিং কোচের আগে নিয়োগ পেয়েছিলেন প্রধান কোচ হাথুরুসিংহে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র লজিস্ট্রিক বিভাগ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
প্রধান কোচের দায়িত্ব নিতে এখনও সপ্তাহ খানেক সময় লাগবে। তবে সোমবার রাত পৌনে ৮টায় এয়ারওয়াইজের বিমানে বাংলাদেশে আসবেন হিথ স্ট্রিক।
স্ট্রিক ২ বছরের জন্য বোলিং কোচ হিসাবে নিয়োগ পেয়েছেন। ২ বছরে মোট ৪৫০ দিন তিনি ক্রিকেটারদের নিয়ে কাজ করবেন। শুধু জাতীয় দল নয়, বয়সভিত্তিক দল থেকে শুরু করে একাডেমির বোলারদের বোলিং বিষয়ে কোচিং প্রদান করবেন জিম্বাবুয়ের সাবেক পেসার।