তারেককে বিদায় করলে দল বাঁচবে: নাসিম

তারেককে বিদায় করলে দল বাঁচবে: নাসিম

nasim25বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আপনার লন্ডন প্রবাসী ছেলেকে দল থেকে বিদায় করুন। অন্তত এর ফলে আপনার দল বাঁচবে। না হলে দল ধ্বংস হয়ে যাবে।’

রবিবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে প্রয়াত সাংবাদিক তোফাজ্জল হোসেন মানিকের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টি (জেপি) এ আলোচনা সভার আয়োজন করে।

খালেদার জিয়ার উদ্দেশে নাসিম বলেন, ‘আপনি আমাদের ঝেটিয়ে বিদায় করার কথা বলেন। আপনাকে অনুরোধ করব যে, আপনি আপনার আশপাশের লোকজনদের ঝেটিয়ে বিদায় করুন। তাও না পারলে লন্ডনে আপনার ছেলেকে দল থেকে বিদায় করুন। তহলে হয়তো আপনার দল বাঁচবে। অন্যথায় ধ্বংস হয়ে যাবে। মাথা ঠাণ্ডা করে আমাদের সাহায্য করুন। অন্য কোনো চিন্তা করে লাভ নেই। আমরা কাজ করে যাচ্ছি, যাব।’

তিনি বলেন, ‘বিএনপি নেত্রী কখনও ভুল স্বীকার করেন না। তবে ইদানিং কয়েকটি ঘটনায় আমাদের উপলদ্ধি হয়েছে যে, বিগত সময়ে আমাদের যতটুকু ভুল হয়েছে আগামীতে তাও করা যাবে না। আমরা তো দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আবার ওই নেত্রী (খালেদা জিয়া) বলেন যে, আমরা নাকি পঁচে গেছি। আসলে পঁচে তো গেছেন সে ও তার দল। দেশকে ধ্বংস করতে চেয়েছিলেন তিনি, কিন্তু না পেরে এখন এসব কথা বলছেন।’

মন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে অনেক ষড়যন্ত্র হয়েছে। অনেকে বলেছিল, দেশে নাকি গৃহযুদ্ধ লেগে যাবে। কিন্তু গাছের একটি পাতাও নড়েনি। তৃতীয় বিশ্বে এই প্রথম একটি দেশে প্রশাসন, সামরিক, বেসামরিক সকল বাহিনী একসঙ্গে কাজ করেছিল। সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে প্রশাসন প্রধানমন্ত্রীর কথা শুনেছে, এমনকি পুলিশ ও আর্মি রাজপথে প্রাণও দিয়েছে। আমরা দেশে শান্তি চাই।’

জাতীয় পার্টির মহাসচিব শেখ শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী, জাতীয় মহিলা পার্টির সভাপতি নাজনীন নাহার বেবি, দৈনিক ইত্তেফাকের উপদেষ্টা সম্পাদক হাবিবুর রহমান মিলন প্রমুখ।

রাজনীতি