শুধু বিবাহ বিচ্ছেদই নয়, নিজের জীবন থেকে একেবারে হৃত্বিক রোশনকে মুছে ফেলার নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন হৃত্বিকের প্রাক্তন ঘরণী সুজান৷ কিছুদিআগেই অফিসিয়ালি চুক্তিপত্রে সই করে আলাদা হলেন হৃত্বিক-সুজান৷ আর এবার সুজান ঠিক করলেন নিজের নামের পাশের থেকে বদলে নেবেন রোশন পদবি৷ আর যেমন ভাবনা তেমন কাজ৷ সঙ্গে সঙ্গে পদবি পাল্টে লিখে ফেললেন খান৷ বরের পরিচয় থেকে সোজা চলে এলেন ফের বাবার পরিচয়ে৷
হৃত্বিকের থেকে আলাদা হওয়া পর পরই সুজানের সঙ্গে অর্জুন রামপালের সর্ম্পক নিয়ে আপাতত বলিউডে বেশ গুঞ্জন৷ বহুবারই অর্জুন-সুজানকে দেখা গিয়েছে রাতের পার্টিতে৷ তবে এই সব কিছুকেই আপাতত গুঞ্জন বলেই উড়িয়ে দিতে চান সুজান ও অর্জুন দু’জনে৷ নিজেদের সর্ম্পককে শুধু বন্ধুত্ব বলেই চালিয়ে দিচ্ছেন সুজান রোশন থুড়ি সুজান খান৷