প্রস্তুতি ম্যাচ জয় পেলো মেক্সিকো

প্রস্তুতি ম্যাচ জয় পেলো মেক্সিকো

mexico-300x208ডালাসে প্রস্তুতি ম্যাচে বিশ্বকাপে ‘এ’ গ্রুপের দল হয়ে ইকুয়েডরকে ৩-১ গোলে হারিয়েছে মেক্সিকো।

তবে এ ম্যাচের ক্ষতি দলটিকে বিশ্বকাপের মূল পর্বে ভোগাতে পারে। মিডফিল্ডার লুইস মন্তেস পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। ইনজুরি গুরুতর হওয়ার তার বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ নিয়ে চিন্তায় পড়েছেন কোচ মিগুয়েল হিরেরাও।

বিশ্বকাপে ‘এ’ গ্রুপের অন্তর্ভুক্ত দলটি মূল পর্বে খেলবে ব্রাজিল, ক্যামেরুন ও ক্রেয়েশিয়ার বিপক্ষে। আর ‘ই’ গ্রুপের ইকুয়েডর খেলবে সুইজারল্যান্ড, ফ্রান্স ও হন্ডুরাসের বিপক্ষে।

খেলাধূলা