মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে শনিবার রাতে দুর্বৃত্তের গুলিতে এক মাদ্রাসা শিক্ষকসহ ২ জন নিহত হয়েছেন।
জানা যায়, শনিবার রাত ৯টার দিকে টেকেরহাট মিল্ক ভিটার সামনে দুর্বৃত্তরা স্থানীয় আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আবুল বাসারকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে তিনি এবং অজ্ঞাতপরিচয় এক পথচারী নিহত হন।
রাজৈর থানার ওসি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও বলা যাচ্ছে না। ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। এএসপি আবু বকর সিদ্দিক জানান, পারিবারিক শত্রুতাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
হত্যাকারীদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।