বিশ্বকাপের ৩ স্টেডিয়াম নিয়ে শঙ্কিত ফিফা

বিশ্বকাপের ৩ স্টেডিয়াম নিয়ে শঙ্কিত ফিফা

fifa logoবিশ্বকাপ আয়োজক তিন স্টেডিয়াম যথাসময়ে প্রস্তুত হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ফিফা সাধারণ সম্পাদক জেরোমে ভাল্ক। ১২ জুন ব্রাজিলে শুরু হচ্ছে বিশ্বকাপের ২০তম আসর।

নাটাল পোর্তে আলেগ্রে এবং সাওপাওলো স্টেডিয়ামের প্রস্তুতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ভাল্ক। সাওপাওলো স্টেডিয়ামে ব্রাজিল-ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হওয়ার কথা রয়েছে।

নিজের টুইটারে ভাল্ক লিখেছেন নাটালের এ্যারেনা ডাস ডুনাস ‘ঘড়ির কাটার বিপরীত দিকে চলছে।’

তিনি লিখেছেন, যথাসময়ে প্রস্তুত এরবং পরীক্ষার জন্য আমাদের সকল পক্ষের কাছ থেকে প্রতিশ্র“তি দরকার।

ভাল্ক আরো লিখেছেন সালভাদরে এ্যারেনা ফন্টে নোভায় আয়োজকদের ‘সময় নষ্ট করার’ কোন সুযোগ নেই। এ মাঠেই ১৩ জুন স্পেন এবং নেদারল্যান্ড গ্রুপ পর্যায়ে তাদের প্রথম ম্যাচ খেলবে।

ভাল্ক সতর্ক উচ্চারণ করে বলেন, ঐ দিনের মধ্যে সব কিছু অবশ্যই ঠিক থাকতে হবে।

৮ মাস আগে একটি ম্যাচ আয়োজনে সমস্যা সৃষ্টি হওয়ার পর সাওপাওলোর ইতাকুয়েরো স্টেডিয়ামে আরো একটি ম্যাচ আয়োজন করে পরীক্ষা করতে চান ভাল্ক।

রবিবার ব্রাজিলীয় লীগের একটি ম্যাচ এখানে হওয়ার কথা রয়েছে। তবে ম্যাচটি স্বল্পসংখ্যক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এই স্টেডিয়াম নির্মাণে গত বছর থেকে তিন জন শ্রমিক নিহত হয়েছেন।

ফিফা ভাইস প্রেসিডেন্ট জিম বয়সে বলেছেন, নির্ধারিত সূচি অনুযায়ী টুর্নামেন্ট শুরু হবে এবং ব্রাজিলের যে সকল মানুষ বিক্ষোভ করছে তাদের বুঝতে হবে ভবিষ্যতে এটা থেকে তারা লাভবান হবে।

বিবিসি রেডিওকে বয়সে বলেন, যথাসময়ে বিশ্বকাপ শুরু হবে। এ বিষয়ে আমার কোন সন্দেহ নেই।

বিশ্বকাপ ব্রাজিলের জনগণের জন্য উপকারে আসবে এটা অনুধাবন করার পর এই সকল বিক্ষোভকারীরা তাদের অবস্থানে থাকবে বলে আমি মনে করি না। এ বিশ্বকাপ থেকে তাদের দেশ ও দেশের অবকাঠামো তৈরির জন্য ব্রাজিল সঙ্গত কারণেই প্রচুর অর্থ পাবে এটা তাদের বুঝতে হবে।

খেলাধূলা