কারাগারে নীলাকে দেখতে গেলেন সাবেক স্বামী

কারাগারে নীলাকে দেখতে গেলেন সাবেক স্বামী

nilaনারায়ণগঞ্জ  আলোচিত ৭ হত্যাকাণ্ডের প্রধান  আসামি নূর হোসেনের ‘সুন্দরী বান্ধবী’ কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস নীলার সঙ্গে জেলা কারাগারে দেখা করেছেন সাবেক স্বামী সাদেক। তবে তাদের মধ্যে কি কথা হয়েছে তা জানা যায়নি।

নীলা গ্রেফতার হয়ে রিমান্ডে থাকা অবস্থায় থানায় কাউকে দেখা যায়নি। এটাই তার সঙ্গে কারো প্রথম সাক্ষাৎ।

উল্লেখ্য, আলোচিত এ হত্যাকাণ্ডে নূর হোসেনের বিরুদ্ধে অভিযোগ উঠার পর মুখ খোলেন কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস নীলা। তিনি বলেন, নূর হোসেনকে বিয়ে না করলে তার স্বামী-সন্তানকে মেরে ফেলতে পারে এমন শঙ্কায় সাদেককে তিনি ডিভোর্স দিয়েছিলেন।

নূর হোসেনের সঙ্গে ভারতসহ দেশের বিভিন্ন স্থানে নীলা ঘুরে বেরিয়েছেন বলেও গণমাধ্যমকে জানান।
 
২০১৩ সালের ২৮ মে নূর হোসেন তাকে বিয়ে করতে রাজি না হওয়ায় সিদ্ধিরগঞ্জ থানার সামনে আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন এ নীলা।

বাংলাদেশ