যারা বৈধতার প্রশ্ন করে তাদের জন্মই অবৈধ : শেখ হাসিনা

যারা বৈধতার প্রশ্ন করে তাদের জন্মই অবৈধ : শেখ হাসিনা

hasina25প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা বৈধতার প্রশ্ন করে তাদের জন্মই অবৈধ। যারা এই সরকারকে অবৈধ বলছে তাদের বৈধতা কী ছিল।

শনিবার বিকেলে গণভবনে জাপান সফর পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর মোশতাক আহমেদের হাত ধরে জিয়াউর রহমানের ক্ষমতাশালী হয়ে ওঠার ইতিহাস তুলে ধরে শনিবার তিনি বলেছেন, “সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন করছে কে, কারা? তাদের বৈধতা কী? বৈধতার প্রশ্ন যাদের জন্মে, তারা অবৈধ বলে কিভাবে? আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিষয়টি সংবিধানেই রয়েছে। এক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী না থাকার জন্য বিএনপি দায়ী।

তিনি বলেন, বৈধতার প্রশ্নতো ওই দলের জন্মেই রয়ে গেছে। তারা আবার কীভাবে বৈধতার প্রশ্ন করেন। তারা কী আবার মিলিটারি ক্যু আনতে চেয়েছিল। ৪০ ভাগের ওপরে ভোট পড়েছে, সে নির্বাচনকে কীভাবে অবৈধ বলবে।

কাদের মোল্লার ফাঁসি বন্ধ করার জন্য জন কেরি ও বান কি মুন আমাকে ফোন করেছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, বাংলাদেশে এমন কেউ আছে? যে এই ধরণের ফোন পেয়ে নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারেন।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একটা কেস কোর্টে পেন্ডিং আছে। সেটা নিষ্পন্ন হওয়ার আগেই আর একটা কেস করতে পারবেন? আইনমন্ত্রী আইনগতভাবে যেটা বাস্তব সেটাই বলেছেন।

রাজনীতি শীর্ষ খবর