মালাউইর নির্বাচনে সাবেক বিরোধী দল বিজয়ী

মালাউইর নির্বাচনে সাবেক বিরোধী দল বিজয়ী

২০ মে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল পুনঃ নিরীক্ষণের পর অবশেষে সাবেক বিরোধী দল বিজয়ী ঘোষিত হয়েছে।বিজয়ী ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির প্রধান পিতর মুথারিকা।

ইতোপূর্বে ভূতপূর্ব রাষ্ট্রপতি জয়সে বানদার প্রতিবাদের পর প্রমাণিত হয়েছিল, নির্বাচনে মোট ভোটারের সংখ্যার চেয়ে অধিক সংখ্যক ভোট পড়েছে। এরপর image_93626_0নির্বাচন কমিশন ভোট পুনঃগণনার সিদ্ধান্ত নেয়।পুনঃগণনায় মোট ভোটের ৩৬ দশমিক ৪ শতাংশ ভোট মুথারিকার ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির পক্ষে আসে।দেশটির বাণিজ্যিক কেন্দ্রীয় শহর ব্লানতাইরের ভোট গণনা কেন্দ্রের বাইরে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করে মুথারিকার সমর্থকেরা।নির্বাচনে ২য় সর্বোচ্চ জনসমর্থন পেয়েছে মালাউই কংগ্রেস পার্টি। তাদের অর্জন ২৭ দশমিক ৮ শতাংশ ভোট।সাবেক রাষ্ট্রপতি জয়সে বানদা ২০ দশমিক ২ শতাংশ ভোট অর্জন করে ৩য় সর্বোচ্চ সমর্থন লাভ করেছেন।ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির প্রধান, ৭৪ বছর বয়স্ক পিতর মুথারিকার ভাই বিঙ্গু ওয়া মুথারিকা মালাউই’র সাবেক রাষ্ট্রপতি ছিলেন।
আন্তর্জাতিক