একুশে বইমেলায় তারকাদের বই

একুশে বইমেলায় তারকাদের বই

প্রতিবছর অমর একুশে বইমেলায় প্রকাশিত হয় অসংখ্য বই। দেশের সৃজনশীল প্রকাশনা শিল্প অনেকটাই এই মেলার উপর নির্ভরশীল। প্রিয় কবি-সাহিত্যিকদের পাশাপাশি বইমেলায় প্রতিবছরই প্রকাশিত হয় শোবিজ তারকাদের লেখা বেশ কিছু বই। এবারও তার ব্যতিক্রম হয় নি। মেলার শেষ সপ্তাহে পৌছে এবার বেড়ে গেছে তারকাদের লেখা বইয়ের সংখ্যা।

জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত নাট্যকার হিসেবে আত্মপ্রকাশ করেছেন অনেক আগেই। এবার গল্পকার হিসেবে তার অভিষেক হয়েছে। এবারের বইমেলায়  বিপাশা হায়াতের গল্পের বই ‘ঘুম ভাঙা মানুষের গল্প’। শুধু বিপাশা হায়াতেরই নয়, বই বেরিয়ছে অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদেরও। প্রকাশিত হয়েছে তৌকীর আহমেদের মঞ্চনাটকের বই ‘প্রতিসরণ’। মেলায় অভিনেতা আবুল হায়াতের বেরিয়েছে ৪টি বই। অনন্যা প্রকাশনী থেকে বেরিয়েছে আবুল হায়াতের উপন্যাস ‘মোহর’ ও ‘উজানপাখি’ এবং বিভিন্ন পত্রিকায় প্রকাশিত তার লেখা কলাম নিয়ে সংকলিত বই ‘এসে নীপবনে’। আবুল হায়াতের লেখা গল্পের বই ‘অভিমান’ বের হয়েছে শব্দশিল্প প্রকাশনী থেকে।

এবারের বইমেলায় মিডিয়া ব্যক্তিত্ব ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের মোট ৯টি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে অনন্যা থেকে বের হয়েছে ‘অর্ধেক পুতুল’, ‘একলাফে টেকনাফ’, ‘দশটি কিশোর উপন্যাস’, ‘একটি পোষা ভূতের গল্প’, ‘ম্যান অব দ্য ম্যাচ’, ‘পাবনার ভাবনা’ ও ‘টেলিভিশন ভাবনা’ নামের ৭টি বই। ফরিদুর রেজা সাগরের লেখা আরও দু’টি বই প্রকাশ পেয়েছে অন্য প্রকাশ থেকে। এগুলো হলো ‘হলিউডের হইচই সাহেব’ এবং ‘টেলিভিশনে আরেক জীবন’। এবারের বইমেলায় ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে বের হয়েছে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের মুক্তিযুদ্ধভিত্তিক বই ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’।

এ বছর প্রথমবারের মতো একটি কবিতার বই প্রকাশিত হয়েছে জনপ্রিয় গায়িকা কনকচাঁপার। পাঞ্জেরী প্রকাশনী থেকে বের হওয়া এই বইয়ের নাম ‘মুখোমুখি যোদ্ধা’। এতে রয়েছে কনক চাঁপার লেখা ৬০টি কবিতা। বইমেলায় কবিতার বইয়ের সঙ্গে তার নিজের কণ্ঠে আবৃত্তি করা ১০টি কবিতার সিডিও পাওয়া যাচ্ছে। গণসংগীত শিল্পী ফকির আলমগীরের তিনটি বই বেরিয়েছে এবারের বইমেলায়। এর মধ্যে রয়েছে আকাশ প্রকাশনী থেকে ‘আকাশ থেকে আমার কথা’, দুরন্ত প্রকাশনী থেকে ‘যারা আছে আত্মার হৃদয়পটে’ ও জিনিয়াস প্রকাশনী থেকে ‘স্মৃতি আলাপনে মুক্তিযুদ্ধ’।

অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব আলী যাকেরের লেখা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত কলাম নিয়ে বইমেলায় এসেছে ‘ধর নির্ভয় গান’ নামের একটি বই। নাট্যজন আতাউর রহমানের বই বের হয়েছে  ৪টি। যার মধ্যে ‘রবীন্দ্রনাথ : রক্তকরবী’ নামের বইটি আসছে মূর্ধন্য প্রকাশনী থেকে ব্যানারে। আরো ৩টি বই ‘বাতায়ন পথের নিরীক্ষণ’, ‘খোলা হাওয়ায়’ ও ‘পাদ প্রদীপের আলোয়’  প্রকাশ পেয়েছে বিভিন্ন প্রকাশনী থেকে। নাট্যকার ও নির্মাতা মোহন খানের দুটি উপন্যাস ‘জল জ্যোৎস্না’ ও ‘কোচ’ প্রকাশ পেয়েছে এবারের বইমেলায়। নাট্যকার-নির্মাতা শাকুর মজিদের ভ্রমণ কাহিনীর নতুন বই এসেছে মেলায়।

এর মধ্যে পোল্যান্ড ভ্রমন নিয়ে তিনি লিখেছেন ‘লেস ওয়ালেসার দেশে’ এবং তুরস্কের ওপর লিখেছেন ‘সুলতানের শহর’। দুটি বই-ই প্রকাশিত হয়েছে অবসর প্রকাশনী থেকে।

দুই প্রজন্মের দুই জনপ্রিয় অভিনেত্রী ঈশিতা ও বিদ্যা সিনহা মিম। এবারের বইমেলায় এসেছে অভিনেত্রী ঈশিতার লেভ প্রথম উপন্যাস ‘নীরবে’ এবং বিদ্যা সিনহা মিমের লেখা গল্পের বই ‘শ্রাবণের বৃষ্টিতে ভেজা’। বইমেলায় বেশ ভালো বিক্রি হচ্ছে দুটি বই-ই। চলতি বছরের একুশে বইমেলায় আরও প্রকাশ পেয়েছে অভিনেত্রী ও নির্মাতা ফাল্গুনী হামিদ, নাট্যকার ও নির্মাতা ফেরদৌস হাসান রানাসহ আরো বেশ কজন তারকার বই।

বিনোদন