মিজান টাওয়ারকে আবারো ঝুঁকিমুক্ত ঘোষণা

মিজান টাওয়ারকে আবারো ঝুঁকিমুক্ত ঘোষণা

mizantawarরাজধানীর কল্যাণপুরে পরপর দুবার বিস্ফোরণের পর বহুতল ভবনটিকে দ্বিতীয়বারের মতো ঝুঁকিমুক্ত ঘোষণা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও বুয়েটের বিশেষজ্ঞ দল। শুক্রবার বিকালে পরিদর্শন শেষে এটিকে ঝুঁকিমুক্ত ঘোষণা করা হয়।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সেপটিক ট্যাংক বিস্ফোরিত হয়ে মিজান টাওয়ার ভবনটি পশ্চিম দিকে সামান্য হেলে পড়ে। এ সময় ভবন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে ৬/৭ জন আহত হয়। তাৎক্ষণিকভাবে ভবন থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়। পরে রাজউক ভবনটি ঝুঁকিমুক্ত ঘোষণা করলে আবার লোকজন ভবনে উঠে। এরপর ২৪ ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার সন্ধ্যায় আবারো ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর ভবনটির আশেপাশের লোকজনকে নিরাপদে সরিয়ে নিয়ে যেতে বলা হয়। এরপর শুক্রবার পরিদর্শন শেষে রাজউক ও বুয়েটের বিশেষজ্ঞ দল পুনরায় সেটিকে ঝুঁকিমুক্ত ঘোষণা করে।

বাংলাদেশ