বিমানবন্দরে সুড়ঙ্গপথে যাবেন মোদি

বিমানবন্দরে সুড়ঙ্গপথে যাবেন মোদি

modi_dসুড়ঙ্গপথে বিমানবন্দরে যাবেন ভারতের নয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রথম ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নতুন এক ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন তিনি।

তিনিই প্রথম প্রধানমন্ত্রী, যিনি নিরাপত্তার স্বার্থে তার সরকারি বাসভবন থেকে বিমানবন্দর পর্যন্ত ব্যবহার করবেন একটি সুড়ঙ্গপথ।

মোদির বাসভবন নতুন দিল্লির ৭ রেসকোর্স রোডে। রেসকোর্স থেকে সফদারজং বিমানবন্দরের হেলিপ্যাড পর্যন্ত তৈরি হচ্ছে একটি সুড়ঙ্গ বা ভূগর্ভস্থ পথ।

২০১০ সাল থেকে সুড়ঙ্গপথটি নির্মাণ করছে দিল্লির গণপূর্ত বিভাগ। এটি নির্মাণে সাহায্য নেয়া হচ্ছে দিল্লির মেট্রো রেল কর্তৃপক্ষের। আগামী দুই মাসের মধ্যে সুড়ঙ্গপথটির নির্মাণ কাজ শেষ হবে।

দেড় কিলোমিটার দীর্ঘ এ সুড়ঙ্গপথটি কামাল আতাতুর্ক মার্গ, গলফ কোর্স  ও সফদারজং সমাধিক্ষেত্র হয়ে বিমানবন্দরে যাবে।

আন্তর্জাতিক শীর্ষ খবর