‘প্রত্যেক দোআ আসমান ও যমীনের মধ্যখানে ঝুলিয়ে রাখা হয়’

‘প্রত্যেক দোআ আসমান ও যমীনের মধ্যখানে ঝুলিয়ে রাখা হয়’

sobe merajবিসমিল্লাহির রাহমানির রাহিম
ইন্নাল্লাহা ওয়া মালয়িকাতাহু ইউসাল্লুনা আলা ন্নাবিয়্যি, ইয়া আয়্যুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলীমা। (সুরা আহযাব – ওয়াত ৫৬)
অর্থ: আল্লাহ ও তাঁর ফেরেশতাগন নবীর প্রতি রহমত প্রেরন করেন; হে মমিনগন! তোমরা নাবীর জন্যে রহমতের দোআ কর এবং তাঁর প্রতি সালাম প্রেরন কর।

হাদীসঃ হযরত ওমর (রাঃ) বলেন, প্রত্যেক দোআ আসমান ও যমীনের মধ্যখানে ঝুলিয়ে রাখা হয়। (আল্লাহ তাআলার দরবার পর্যন্ত) তার কোন অংশ পৌছে না, যতক্ষন পর্যন্ত তোমরা হুজুর (সঃ) এর উপর দরুদ পাঠ না কর। (তিরমিযী)

ইসলামী জগত শীর্ষ খবর