জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম হতাশা প্রকাশ করেছেন ভারতের ক্রিকেট দল দেখে। কারণ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে টিম অব ইন্ডিয়া। গত মার্চে বাংলাদেশে অনুষ্ঠেয় দ্বাদশ এশিয়া কাপে দলে ছিলেন না সুরেশ রায়না।
সেই সুরেশ রায়নাকে অধিনায়ক করে দল পাঠাচ্ছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। অধিকাংশ তারকা খেলোয়াড়ই রয়েছে বিশ্রামে। বিশ্রামে রয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, শেখর ধাওয়ান।
ভারতের ঘোষিত জাতীয় ক্রিকেট দলে শীর্ষ ক্রিকেটার না থাকায়, কিছুটা হতাশা প্রকাশ করেছেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। ব্যক্তিগত ছুটি শেষে বৃহস্পতিবার জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন অধিনায়ক রহিম ও অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ।
মুশফিক বলেন, ‘দলের সেরা তারকাদের ছাড়াই তরুণদের নিয়ে দল ঘোষণা করা হয়েছে। আমি এমনটা আশা করিনি। সত্যি আমি বিস্মিত।’ হতাশা প্রকাশ করলেও মুশফিক জানিয়েছেন, ভারতীয় দলের বিপক্ষে নিজেদের সেরা খেলাটা খেলতে হবে টাইগারদের। মুশফিকের ভাষায়, ‘ভারতের সেরা ক্রিকেটাররা না থাকায় আমরা চাপে থাকব।
৩-০ তে সিরিজ জয়ের লক্ষ্য থাকবে। তবে ওদের (ভারত) জন্যও চাপ থাকবে। কারণ আমাদের নিজের মাঠে আমরা সবসময় সেরা। তবে আমরা ভালো ক্রিকেট খেলেই ভালো কিছু করতে চাই।’
বাংলাদেশ সিরিজে ভারত দল : সুরেশ রায়না (অধিনায়ক), রবিন উথাপ্পা, অজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, আম্বাতি রাইডু, মনোজ তিওয়ারি, কেদার যাদব, ঋদ্ধিমান সাহা, পারভেজ রসুল, অক্ষর প্যাটেল, বিনয় কুমার, উমেশ যাদব, স্টুয়ার্ট বিনি, মোহিত শর্মা, অমিত মিশ্র।