দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের দ্বিপাক্ষিক সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল ছয়টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের আমন্ত্রণে গত রোববার টোকিও পৌঁছান শেখ হাসিনা।image_83849_0

শেখ হাসিনার সঙ্গে শীর্ষ বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করতে সরকারকে ৬০০ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি দেন।এছাড়া গঙ্গা ব্যারেজ, যমুনা নদীর নিচে বহুমুখী টানেল, বঙ্গবন্ধু সেতুর সমান্তরালে রেল সেতু নির্মাণ, ঢাকা ইস্টার্ন বাইপাস এবং ঢাকার চারটি নদী পুনরুদ্ধারসহ কয়েকটি বড় প্রকল্পে জাপানি সহযোগিতা চেয়েছেন হাসিনা।

এই সফরে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, চট্টগ্রাম ১১ আসনের সাংসদ এম আবদুল লতিফ, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য আখতারুজ্জামান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আবদুল মান্নান, বৌদ্ধ ধর্ম কল্যাণ ট্রাস্টের সদস্য সুপ্ত ভূষণ বড়ুয়া, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদসহ ৪৪ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল শেখ হাসিনার সফরসঙ্গী ছিলেন।

বাংলাদেশ