সম্ভাব্য যে কোনো হামলা থেকে রক্ষার জন্য যথেষ্ট মাত্রায় প্রস্তুত রয়েছে পাকিস্তান, বললেন সে দেশেরই প্রধানমন্ত্রী।
আজ পাকিস্তানের পরমাণু বোমা পরীক্ষার ১৬ তম বার্ষিকী বা তাকবির দিবস (আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা) উপলক্ষে এক বার্তায় নওয়াজ শরীফ বলেছেন, তার দেশ নিজকে সব দিক থেকে রক্ষা করতে সক্ষম।
তিনি বলেন, পাকিস্তানের পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ।
পাক প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে তার দেশে তিনটি পরমাণু চুল্লি সক্রিয় রয়েছে এবং আরো দু’টি পরমাণু চুল্লি নির্মাণাধীন রয়েছে।
পাকিস্তান ১৯৮৮ সালের ২৮ মে প্রথমবারের মত ৫ টি পরমাণু বোমার সফল পরীক্ষা সম্পন্ন করে।
এর ১৭ দিন আগে ভারত দ্বিতীয়বারের মত কয়েকটি পরমাণু বোমা পরীক্ষা করে। দ্বিতীয় বারে চারটি পরমাণু বোমা পরীক্ষা করার আগে ভারত ১৯৭৪ সালে প্রথমবারের মত পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছিল।
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারত উভয়ই পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়ে আসছে।