জেনারেটর বিস্ফোরণের পর হেলে পড়েছে মিজান টাওয়ার

জেনারেটর বিস্ফোরণের পর হেলে পড়েছে মিজান টাওয়ার

mizan_tawarরাজধানীর কল্যাণপুরে বহুতল ভবন মিজান টাওয়ার হেলে পড়েছে।  ভবনের গ্রাউন্ড ফ্লোরে থাকা জেনারেটর বিস্ফোরিত হলে ১৪ তলা এ ভবন বেশ খানিকটা হেলে পড়ে। এতে আতঙ্কিত হয়ে টাওয়ারের লোকজন হুড়োহুড়ি করে নিচে নেমে আসে। এসময় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও ভবনে অবস্থান করা এমন কয়েকজ জানান, ভবনের আন্ডার গ্রাউন্ডে বুধবার সন্ধ্যার দিকে হঠাৎ করেই জেনারেটর বিস্ফোরণ হয়। এতে ভবনটি দক্ষিণ-পশ্চিম দিকে খানিকটা হেলে পড়ে। এতে আতঙ্কিত হয়ে ভবনে থাকা লোকজন রাস্তায় নেমে আসে। এসময় কয়েকজন আহত হন।

এদিকে ঘটনার পরপর আজিমপুর-মিরপুর রোডের এক পাশের সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়।

ফায়ার সভির্সের কন্ট্রোল রুম সূত্র জানায়, আগুন এবং বিল্ডিংয়ের কোনো এক স্থান ধসে পড়ার খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে গেছে।

মিরপুর থানার ওসি সালাহউদ্দিন জানিয়েছেন, ভবনের গ্যাস লাইনে হঠাৎ করে বিস্ফোরণ ঘটে। এতে ভবনের এক পামের সিঁড়ি দেবে যায়। সেই সঙ্গে বিদ্যুতের খুঁটিগুলো বাঁকা হয়ে গেছে। যে কোনো সময় তারগুলো ছিঁড়ে যেতে পারে। এ কারণে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। 

বাংলাদেশ