ধর্ম ফয়সালার অধিকার মানুষের নেই : ইমরান এইচ সরকার

ধর্ম ফয়সালার অধিকার মানুষের নেই : ইমরান এইচ সরকার

imran78ইমরান এইচ সরকার গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, কার ধর্ম আছে, কার নেই- তা ফয়সালা করা অধিকার অধিকার কোনো ব্যক্তির নেই। হেফাজতে নিজেদের রাজনৈতিক লিপ্সা চরিতার্থ করতে ধার্মিক-অধার্মিকের সার্টিফিকেটের দোকান খুলে বসেছে।

আজ বুধবার বিকালে ‘গণজাগরণ ঘরে ঘরে’ কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর ফার্মগেটের একটি উদ্যানে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরীর মঙ্গলবারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ সংবাদ সম্মেলন করা হয়।

বগুড়ায় হেফাজতের এক সমাবেশে বাবুনগরী মন্তব্য করেন, নাস্তিকদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও শাপলা চত্বরের মতো বুকের তাজা রক্ত ঢেলে দেয়া হবে।

তিনি বলেন, দেশে ইসলামের শত্রুদের ঠাঁই নেই। আমরা সংখ্যালঘুদের ওপর কোনো জুলুম-নির্যাতন করি না। কিন্তু ইসলামের কথা বলতে গিয়ে যদি কোনো নাস্তিক-মুরতাদের গা জ্বালা করে, তবে সেজন্য হেফাজত দায়ী নয়।

বাবুনগরীর বক্তব্যের প্রতিক্রিয়ায় ইমরান এইচ সরকার বলেন, আমরা বারবার বলছি, আসন্ন চারটি রায়কে কেন্দ্র করে জামায়াত-শিবির চক্র তাদের সব অস্ত্র একসঙ্গে মিলিয়ে বৃহত্তর তান্ডবের প্রস্তুতি নিচ্ছে। বাবুনগরীর এ অযাচিত উস্কানি আমাদের সেই বক্তব্যের সত্যতাকেই প্রতিষ্ঠিত করছে।

তিনি বলেন, এ হুমকি প্রদান থেকে বৃহত্তর একটি ষড়যন্ত্র ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। এ হুমকি ও ষড়যন্ত্র গণজাগরণ মঞ্চের বিরুদ্ধেই শুধু নয়, পর্দার আড়ালে যেকোনো আপসের সম্ভাবনাও তৈরি করতে পারে।

বাংলাদেশ