দক্ষিণ কোরিয়ায় হাসপাতালে আগুন, নিহত ২১

দক্ষিণ কোরিয়ায় হাসপাতালে আগুন, নিহত ২১

সিউল: দক্ষিণ কোরিয়ার জেনসেয়ং কাউন্টিতে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ২১ জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে একজন নার্স এবং বাকিরা রোগী। এ ঘটনায় আহত হয়েছেন আরো আট জন।image_83706_0

মঙ্গলবার মধ্যরাতে রাজধানী সিউল থেকে প্রায় তিনশ কিলোমিটার দূরে হায়ওসারাং হাসপাতালের তৃতীয় তলায় আগুন ধরে যায়। এতে ৭০ থেকে ৮০ বছর বয়সের ২০ রোগী মারা যান। এদের অধিকাংশই বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছেন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এটি ছিল বয়স্কদের হাসপাতাল। তাই আগুন লাগার পর তাদের পক্ষে ছুটোছুটি করে বেরিয়ে আসা সম্ভব হয়নি। অধিকাংশই নিজেদের শয্যায় শায়িত অবস্থাতেই মারা যান।

গত মাসে ফেরিডুবিতে ৩০০ মানুষ নিহত হওয়ার শোক কাটিয়ে উঠতে না উঠতেই এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ দক্ষিণ কোরিয়ায় হাসপাতালে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা ঘটল।

এর আগে গত মঙ্গলবার দেশটির গোয়াঙ শহরের একটি বাস টার্মিনালে অপর এক অগ্নিকাণ্ডের ঘটনায় সাতজন নিহত এবং ২০ জন আহত হন। সূত্র: বিবিসি, রয়টার্স।

আন্তর্জাতিক