নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে বিশ্ব ব্যাংকের প্রধান করার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ইউনূসকে সরানোর জন্য যাকে সবচেয়ে বেশি দায়ী করা হয়।
বুধবার ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করতে যান। এখানেই শেখ হাসিনা তাদের এই প্রস্তাব দেন বলে বৈঠক সূত্র জানিয়েছে।
সম্প্রতি বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিক জানান, তিনি আর বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট পদে দাঁড়াবেন না। আগামী ৩০ জুন তিনি পদ থেকে সরে দাঁড়াবেন।
গত বছর ২ মার্চ কেন্দ্রীয় ব্যাংক গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে ইউনূসকে অব্যাহতি দেয়। কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইউনূস আদালতে গেলেও তার খারিজ হয়ে যায়।
ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র বিমোচনের জন্য ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান ড, ইউনূস।
২০১০ এর ডিসেম্বরে টম হাইনেমান পরিচালিত ‘কট ইন মাইক্রো ডেট’ প্রামাণ্যচিত্রটি নরওয়ের টেলিভিশনে সম্প্রচারিত হয়। প্রামাণ্যচিত্রে ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংককে দেওয়া বিদেশি অর্থ ভিন্ন তহবিলে স্থানান্তরের অভিযোগ করা হয়। এরপর দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা শুরু হয়।