ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের সম্মান সূচক ডি. লিট ডিগ্রি পাচ্ছেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।
বুধবার হাসান আজিজুল হক বাংলানিউজকে বলেন, কয়েকদিন আগে (গত সোমবার) তিনি এসংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি পেয়েছেন। আসাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক নিরঞ্জন রায়ের সই করা আমন্ত্রণপত্র হাতে পেয়েছেন তিনি।
ডি. লিট পাওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘সব রকম পুরস্কার আমি একইভাবে গ্রহণ করি। এটা তো মানুষের ভালোবাসা।’
তিনি আরও বলেন, ‘নিজের কাজটা অনেকের কাছে যাচ্ছে, সাড়া পাচ্ছি। তারমানে একেবারেই বৃথা কিছু হচ্ছে না।’
আগামী ৬ মার্চ আসাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তাকে ডি. লিট সম্মাননা দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়টি ভারতের কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত।
সেখানে যোগ দিতে এরই মধ্যে তিনি প্রস্তুতি নিতে শুরু করেছেন বলে জানান। তবে এ মুহূর্তে তিনি কিছুটা অসুস্থ।
হাসান আজিজুল হক তার ঐতিহাসিক উপন্যাস ‘আগুনপাখি’র জন্য কলকাতার আনন্দ পুরস্কার পান। উপন্যাসটি দেশভাগের স্মৃতি নিয়ে লেখা।
এবারের বইমেলায় তার ‘স্বনির্বাচিত গল্প’, ‘দর্শন, সাহিত্য, সাহিত্যিক’, উপন্যাস ‘শিউলি’, ‘মুক্তিযুদ্ধের গল্প’, ‘শ্রেষ্ঠ প্রবন্ধ’-এর পুনর্মুদ্রণ হয়েছে। তবে নতুন কোনো বই প্রকাশিত হয়নি।
হাসান আজিজুল হক তার ছোটগল্পের মাধ্যমে বাংলা সাহিত্যে স্থায়ী আসন করে নিয়েছেন।