আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের এমপি বিএনপিকে নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসার আহবান জানিয়ে বলেছেন, বিএনপি এখনো তাদের অতীতের বিতর্কিত ইতিহাসে বুঁদ হয়ে আছে। ক্ষমতার খোয়াব দেখতে চাইলে নেতিবাচক রাজনীতি থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে।
বুধবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত এক যোগদান সমাবেশে তিনি একথা বলেন। এসময় দিনাজপুর বোঁচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেয়ার জন্য বঙ্গবন্ধু এভিনিউয়ে আসেন।
ওবায়দুল কাদের বলেন, “বিএনপি সবসময় রাতের অন্ধকারে পলায়নপর রাজনীতির চর্চা করে। বিএনপি নেতাকর্মীরা বিষযটি বুঝতে পেরেছে বলেই তারা এখন দল বদল করে অন্য দলে আসছে।”
নরসিংদীতে নিহত মেয়র লোকমান হত্যার সুষ্ঠু বিচার দাবি করে আওয়ামী লীগের এই নেতা বলেন, “ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
ঈদকে সামনে রেখে নগরে চাঁদাবাজি চলছে জানিয়ে ওবায়দুল কাদের এই ব্যবস্থা নিতে আহবান জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, বি এম মোজ্জাম্মেল এমপিসহ দলের নেতারা।
আওয়ামী লীগের যোগদানকারী ফরহাদ বলেন, “আমি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জিবীত হয়ে শেখ হাসিনার নেতৃত্বে আস্থা রেখে আমার এলাকার সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরীর কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগে যোগ দিলাম।”
এসময় ওবায়দুল কাদের, খালিদ মাহমুদ চৌধুরী, মোফাজ্জল হোসেন মায়া তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগে তাকে গ্রহণ করেন।