ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বৈঠকে মোদির সঙ্গে তিস্তার পানিচুক্তি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার স্থানীয় সময় দুপুর একটায় হায়দরাবাদ হাউজে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা জানিয়ে দেওয়া চিঠি মোদিকে হস্তান্তর করেন স্পিকার। এ সময় তিস্তার পানিচুক্তি ও ছিটমহল বিনিময় বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে স্পিকার জানিয়েছেন।
বৈঠক শেষে শিরীন শারমিন চৌধুরী বলেন, বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। মোদি শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানোয় তাকে শুভেচ্ছা জানানো হয়েছে। এটি একটি অনন্য পদক্ষেপ।
শিরীন শারমিন আরও বলেন, বৈঠকে জাতীয় অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে তিস্তার পানি চুক্তি ও ছিটমহল বিনিময় চুক্তির বিষয় রয়েছে। মোদি জানিয়েছেন, তিনি এ বিষয়গুলো দেখবেন।
স্পিকার বলেন, বাংলাদেশের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। এ সময় ঢাকায় আসার ব্যাপারে তিনি আগ্রহ প্রকাশ করেছেন।
শেখ হাসিনা বর্তমানে জাপান সফরে আছেন। তাই বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন স্পিকার শিরীন শারমিন।