ভারতের বিপক্ষে জ্বলে উঠবেন তামিম

ভারতের বিপক্ষে জ্বলে উঠবেন তামিম

Tamim-Iqbalবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল ভারত-বাংলাদেশ ম্যাচে জ্বলে উঠবেন! আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের প্রতি সুবিচার করতে পারেননি জাতীয় দলের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল।

ব্যর্থতার কারণে কড়া সমালোচনাও শুনতে হয়েছে তাকে। অবশ্য তার আগে থেকেই তামিম ব্যাটিংয়ে ছন্দ হারিয়ে ফেলেছিলেন। বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণভাবে ব্যর্থতা ও সেই সঙ্গে চোটের কারণে এশিয়া কাপেও মাঠে নামতে পারেনি জাতীয় দলের আক্রমণাত্মক এ ওপেনার।

তবে জুনে ভারতের বিপক্ষে আবারও জ্বলে উঠতে চান তিনি। সোমবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলনের প্রথমদিন সাংবাদিকদের এমন কথাই বলেছেন তামিম। ধোনি, কোহলি বাংলাদেশ সফরে আসছে না এতে বাংলাদেশ সুবিধা পাবে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘ওদের মতো খেলোয়াড় যদি না খেলে অবশ্যই যে কোনো দলের জন্য সুবিধা হবে।

এটা আমাদের জন্যও। বলতে গেলে এটা আমাদের জন্য বড় সুযোগও। ওরা বিশ্বমানের খেলোয়াড়। অবশ্য তার মানে এটা নয় যে, আমরা রিলাক্সড হয়ে যাব। ওদের আরও ১১ খেলোয়াড় আছে, ওরাও খুব ভালো। আমাদের সেরা ক্রিকেটটা খেলতে হবে, যে কোনো দলকে হারানোর জন্যই।’

অনেক দিন ধরেই জাতীয় দলের এ সেরা ক্রিকেটার তার ব্যাটিংয়ে রান না পাওয়া তামিম ভারত সিরিজে ভালো করতে চান, ‘ক্রিকেটে উত্থান-পতন থাকেই। যে সময়ে আপনি খারাপ খেলেন আমি মনে করি ওটাও আপনাকে পজেটিভলি নেওয়া উচিত।

ওখান থেকে কিভাবে বের হয়ে আসা উচিত ওটা পজিটিভলি চিন্তা করা উচিত। শুধু খারাপটা চিন্তা করলেই চলবে না। আমি আমার পক্ষ থেকে পুরোপুরি চেষ্টা করছি। আমি অনুশীলন চালিয়ে যাচ্ছি। ব্যাটিং নিয়ে কাজ করছি। আমি আমার শতভাগ দেওয়ার চেষ্টা করছি। আশা করব যে, যে ভুলগুলো আমি বিশ্বকাপে করেছি ওগুলো পুনরায় না করার।

ইনশাল্লাহ সব ঠিকঠাক থাকলে চেষ্টা করবো ভালো খেলার।’ নিজের ফিটনেস লেভেল নিয়ে বলেন, ‘আমার সাত বছর ধরে যে ফিটনেস লেভেল এখনও সেই একই ফিটনেস লেভেলে আছি। কোনো দিক থেকে খারাপ অবস্থায় নেই।’

খেলাধূলা