১২ মার্চ রাজনীতি উত্তপ্ত হওয়ার কিছু নেই : আবদুল জলিল

১২ মার্চ রাজনীতি উত্তপ্ত হওয়ার কিছু নেই : আবদুল জলিল

আগামী ১২ মার্চ বিএনপির সমাবেশে রাজনীতির মাঠ উত্তপ্ত হওয়ার শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আবদুল জলিল এমপি।

তিনি বলেন, ১২ মার্চ বিএনপির সমাবেশ নিয়ে রাজনীতি উত্তপ্ত হওয়ার কিছু নেই। আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি। ওইদিন ১৪ দল কোনো কর্মসূচি দেয়নি।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য I দলটির সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিল আরো বলেন, অনেকে মনে করছেন রাজনীতি উত্তপ্ত হয়ে উঠছে, এটা তাদের ভ্রান্ত ধারণা।

বুধবার সকালে রাজধানীর মুক্তি ভবনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মুক্তিযোদ্ধা অভিনেতা হুমায়ূন ফরীদি Ges ঢাকা মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একেএম কুদ্দুস স্মরণে Ô যুদ্ধাপরাধীদের বিচার সম্পূর্ণ করতে পারলেই শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মা শান্তি পাবে’ শীর্ষক আলোচনা সভাটির আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট|

সভায় আবদুল জলিল আরো বলেন, বিরোধী দল যুদ্ধাপরাধীদের বিচার বানচালে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ষড়যন্ত্র করছে।

পৃথিবীর যেকোনো দেশের চেয়ে বাংলাদেশে চলমান যুদ্ধাপরাধের বিচার স্বচ্ছ হচ্ছে বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, এ বিচার সম্পন্ন ও রায় কার্যকরের মাধ্যমে জাতি ৪০ বছরের অভিশাপ থেকে মুক্ত হবে।

তিনি আরো বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকার ও বিরোধী দল অঙ্গাঙ্গীভাবে জড়িত। বিরোধী দল সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেবে, পরামর্শ দেবে।

এ সময় তিনি বিরোধী দলের উদ্দেশে বলেন, রাজপথে আন্দোলন না করে অন্তর্বর্তীকালীন সরকার পদ্ধতি নিয়ে কোনো ফর্মুলা থাকলে সংসদে এসে আলোচনা করুন। এটা দেশ ও জাতির জন্য কল্যাণকর হবে।

আবদুল জলিল প্রতিহিংসার রাজনীতি পরিহারের আহ্বান জানিয়ে বলেন, Ô আসুন প্রতিহিংসার রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। এরপরও যদি আপনারা রাজপথে আন্দোলন করেন, তবে ধরে নিতে হবে গণতন্ত্রের অন্তরায় হিসেবে আপানারা কর্মকাণ্ড চালাচ্ছেন।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা শেখ মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক অরুণ সরকার রানার সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তৃতা করেন বিটিভির সাবেক মহাপরিচালক কাজী আবু জাফর সিদ্দিকী, অভিনেতা এটিএম শামসুজ্জামান, ফরিদ আলী, শংকর সাঁওজাল, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, ঢাকা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা জিএম আরিফ, সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এমএ করিম প্রমুখ।

রাজনীতি