সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেছেন, ব্রেস্ট ক্যানসার সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।
জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে মঙ্গলবার দুপুরে দি ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে এবং বাংলাদেশ ক্যান্সার সোসাইটি আয়োজিত ব্রেস্ট ক্যানসার সচেতনতায় এক সেমিনারে তিনি এ কথা বলেন।
মহসিন আলী বলেন, ব্রেস্ট ক্যানসার একটি মারাত্মক রোগ। এ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন। এ নিয়ে লজ্জা পেলে হবে না। কারণ ব্রেস্ট ক্যানসারের জন্য নারীদের মৃত্যু পর্যন্ত হতে পারে।
তিনি বলেন, এ সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে। এখন সবাই স্বাস্থ্যসেবা সময়মত পাচ্ছে। এখন গ্রামগঞ্জের মানুষ কিছু হলেই শহরে ছুটে আসতে হয় না। যদি কোনো গুরুতর দুর্ঘটনা ঘটে তখন রোগীকে রাজধানীতে আসতে হয়।
সংসদ সদস্য মোহাম্মদ ফারুক খান বলেন, ব্রেস্ট ক্যানসার সম্পর্কে প্রত্যন্ত গ্রামাঞ্চলে সচেতনতা বাড়ানো দরকার। এ বিষয়ে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। মাঠ পর্যায়ে কিছু চিকিৎসক নিয়োগ দিতে হবে। তাদের দিয়ে বাড়ি-বাড়ি ব্রেস্ট ক্যানসারের জন্য সচেতনতার তথ্য পৌঁছে দিতে হবে।
বাংলাদেশ ক্যানসার সোসাইটি’র সহ-সভাপতি চৌধুরী মোহাম্মদ দেলোয়ার রানার সভাপতিত্বে আরো বক্তব্য দেন, ফ্রেন্ডস অব বাংলাদেশ’র উপদেষ্টা আব্দুল আজিজ সরকার, ডক্টরস হিউম্যানিটি অব বাংলাদেশ’র চেয়ারম্যান প্রফেসর শরফুদ্দিন আহমেদ, ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ খান, প্রফেসর শেখ গোলাম মোস্তফা প্রমুখ।