বার্সার সঙ্গে পিকের চুক্তি নবায়ন

বার্সার সঙ্গে পিকের চুক্তি নবায়ন

picaচলতি মৌসুমে কোনো শিরোপা জয় করতে না পারার পর নতুন কোচ লুইস এনরিকের প্রশংসা করে এবং আবারো লিগের শীর্ষে ফেরার প্রত্যয় নিয়ে জেরার্ড পিকে সোমবার বার্সেলোনার সঙ্গে তার চুক্তির মেয়াদ আরো চার বছর বৃদ্ধি করেছেন।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, নতুন চুক্তি অনুসারে ২০১৮-১৯ মৌসুমের শেষ পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি করেছেন ২৭ বছর বয়সী এ সেন্টার ব্যাক। তবে কি পরিমাণ অর্থের বিনিময়ে নতুন এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। ক্লাবের সঙ্গে তার আগের চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৫ সালের ৩০ জুন।

আসন্ন বিশ্বকাপে স্পেন দলের গুরুত্বপূর্ণ সদস্য পিকে বার্সেলোনার দেয়া এ বিবৃতিতে বলেন, ‘মনে হচ্ছে আমার পুরো ক্যারিয়ারটাই আমি এখানে শেষ করব। যা সত্যিই আমার জন্য গুরুত্বপূর্ণ। বিগত বছরগুলোর মতো আগামী দিনগুলোতেও অনেক সফলতা পাব বলে আশা করছি।’

ট্রফিবিহীন মৌসুম শেষ করার পর আর্জেন্টাইন জেরার্ড মার্টিনোর পরিবর্তে গত সপ্তাহে দলের কোচের দায়িত্ব গ্রহণ করা ৪৪ বছর বয়সী এনরিকেরও প্রশংসা করেন পিকে। পিকে বলেন, ‘সত্যিই আমি আশাবাদি।’

তিনি আরো বলেন, ‘এনরিক তার পরিষ্কার ধারণাগুলো দেখিয়েছেন। তিনি ক্লাব সম্পর্কে জানেন এবং আমাদের অনেক কিছু দেবেন বলে আমি আশা করছি।’ বার্সেলোনা আবারো বিশ্ব ফুটবলের শীর্ষস্থান দখল করতে পারবে বলে মনে করেন পিকে।

খেলাধূলা