আর টহল দেবে না র‌্যাব

আর টহল দেবে না র‌্যাব

rab logoএখন থেকে রাস্তায় টহল, চেকপোস্ট এবং টেন্ডার বাক্স পাহারা দেবে না র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। একই সঙ্গে বাহিনীটি জমি-জমা-অর্থ সক্রান্ত বিষয়ে কোনো ধরনের কাজও আর করবে না বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং শাখার পরিচালক উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান।

র‍্যাবের উর্ধ্বতন কর্তৃপক্ষের এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সোমবার রাতে র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং শাখার পরিচালক উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান জানান, র‍্যাব গঠনের সময় বাহিনীর কিছু নির্দিষ্ট কর্মপরিধি নির্ধারণ করা হয়। যেমন- জঙ্গি দমন, অবৈধ্য অস্ত্র উদ্ধার, মাদক নির্মূলসহ রাষ্ট্রীয় গুরুর্ত্বপূর্ণ বিষয়ে কাজ করা। এখন থেকে এসব বিষয়ে র‍্যাব তৎপরতা আরেও বাড়িয়ে দেবে। বাহিনীর কর্মপরিকল্পনার কাজগুলোর পরই যদি সময় থাকে তবে রাষ্ট্রীয় স্বার্থে যে কোনো কাজ করবে।

সম্প্রতি বাহিনীটির বিরুদ্ধে নারায়ণগঞ্জে সাত খুন এবং অর্থ আত্মসাতের অভিযোগের ঘটনার পর বিলুপ্তির দাবি উঠার পর থেকে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা।

বাংলাদেশ শীর্ষ খবর