প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি

modi_sopothভারতের ১৫তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তাকে শপথ বাক্য পাঠ করান। সোমবার স্থানীয় সময় সোয়া ৬টায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে এ শপথ অনুষ্ঠিত হয়।

শপথ অনুষ্ঠানের পরপরই মোদি শপথ বইতে স্বাক্ষর করেন।

এর আগে অনুষ্ঠানে যোগ দেন নতুন সরকারের ঘোষিত মন্ত্রিসভার সদস্যরা। এছাড়া এ অনুষ্ঠানে ছিলেন পাকিস্থানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, আফগানিস্তানের প্রধানমন্ত্রী হামিদ কারজাই, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীসহ বিশ্বের বড় বড় নেতারা।

দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা হলেন- রাজনাথ সিং- স্বরাষ্ট্র, রবি শংকর-আইন ও টেলিযোগাযোগ, ইন্দরজিৎ- পরিসংখ্যান ও পরিকল্পনা বিষয়ক মন্ত্রণালয়।

এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে হার্শ বর্ধনকে। হারশিমরত কাউরকে দেয়া হয়েছে খাদ্য ব্যবস্থাপনা মন্ত্রণালয়। সুশমা শাওরাজকে দেয়া হয়েছে বহির্বিভাগ মন্ত্রণালয়। প্রকাশ যাবেদিকার পেয়েছেন আই এন্ড বি এবং পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব। পিয়াস গয়ালকে দেয়া হয়েছে বিদ্যুৎ ও কয়লা মন্ত্রণালয়। মুন্ডি পেয়েছেন পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব। নিথিন গাদ্দারীকে দেয়া হয়েছে যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব।

আন্তর্জাতিক শীর্ষ খবর