মিশরে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু

মিশরে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু

মিশরে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার ও মঙ্গলবার দুই দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

মিশরের ইতিহাসে প্রথম অবাধ নির্বাচনে জয়ী ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে গত বছরের জুলাই মাসে বন্দুকের নলের মাথায় ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার পর তার উত্তরসূরী নির্বাচনে ভোট নেয়া হবে।83070_1

সেই সেনা অভ্যুত্থানের হোতা সাবেক সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসিই, ৫৯, নির্বাচনে জয়ী হচ্ছেন।

নির্বাচনে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বামপন্থী নেতা হামদিন সাবিহি।

মুরসিকে উৎখাতের পর দেশটির সবচেয়ে বড় রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের ওপর ইতিহাসের বর্বরতম হত্যাযজ্ঞ চালিয়েছে সিসি নিয়ন্ত্রিত সরকার।

এ সময় অন্তত চার হাজার মুরসি সমর্থককে হত্যা এবং প্রায় ২০ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সিসি নিয়ন্ত্রিত সরকার।

গ্রেপ্তারকৃতদের অনেককে গণবিচারে মৃত্যুদণ্ড ও দীর্ঘমেয়াদী সাজা দেয়া হচ্ছে।

আন্তর্জাতিক