আগামী মাস থেকে চাঁদে বসেও করতে পারবেন ফেসবুক। শেয়ার করতে পারবেন ভিডিও। আপলোড করতে পারবেন এইচডি গুণমানের ছবি-ভিডিও। কারণ, এমনই প্রযুক্তি উদ্ভাবন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এমআইটি’র একদল গবেষক।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে সম্মিলিতভাবে কাজ করে এমআইটি গবেষকরা এমন এক লেজার রশ্মি নির্ভর ‘ডেটা কানেশকন টেকনোলজি’ আবিষ্কার করেছেন যার ফলে চাঁদে হাই স্পিড ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করা যাবে। প্রচুর পরিমাণে তথ্য পাঠানো সম্ভব হবে। শুধু তাই নয়, এমনকি এর মাধ্যমে হাই ডেফিনিশন ভিডিও পাঠানো যাবে বলে গবেষকদের দাবি। চাঁদে জমি কিনে বাড়ি বানাতে আগ্রহী অনেক তাবড় সেলেবরাই। তারা কি চাঁদে নিজের বাড়িতে বসেই ফেসবুক থেকে হোয়াটস অ্যাপ করবেন?