সৌদি আরবের জেদ্দায় এক সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশিসহ ছয়জন মারা গেছেন।
রোববার রাত ৮টার কিছু পরে মক্কার আল লিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান জেদ্দা কনস্যুলেটের কাউন্সিলর (শ্রম) মোকাম্মেল হোসাইন।
তিনি রাত ১০টা ৫৫ মিনিটে ঘটনাস্থল থেকে জানান, আমরা দুর্ঘটনায় চারজন বাংলাদেশি মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছি।
এরা হলেন- কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বানিয়ার চরের হাবিব উল্লাহর ছেলে আমানুল্লাহ, চাঁদপুর জেলার আব্দুল খালেকের ছেলে শেখ হারুন, টাঙ্গাইলের আব্দুল মাজেদের ছেলে আব্দুল হালিম এবং ব্রাহ্মণবাড়িয়ার নূর হোসেনের ছেলে ইয়াসিন।
এদের মধ্যে ইয়াসিনের লাশ ছাড়া বাকী সবাইকে হিমঘরে রাখা হয়েছে।
তিনি আরো জানান, দুর্ঘটনা কবলিত গাড়িটিতে মোট ৮ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে একজন পাকিস্তানি ও একজন সৌদি নাগরিক। দুর্ঘটনার খবর পেয়েই দূতাবাসের লোকজন ঘটনাস্থলে যান।
স্থানীয় প্রবাসী বাংলাদেশি সাংবাদিক মাসুদ সেলিম জানান, আহত বাংলাদেশিরা জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটে পাসপোর্ট সংক্রান্ত কাজ সেরে কর্মস্থল কুংফুদা যাচ্ছিলেন। পথে তারা দুর্ঘটনার শিকার হন বলে জানিয়েছেন ওই সাংবাদিক।