৩৮ লাখ শিশু প্রাক-প্রাথমিক শিক্ষার বাইরে

৩৮ লাখ শিশু প্রাক-প্রাথমিক শিক্ষার বাইরে

primary examদেশের চার বছর বয়সী ৩৮ লাখ শিশু প্রাক-প্রাথমিক শিক্ষার আওতার বাইরে রয়েছে, আর পাঁচ বছর বয়সী ধরলে এর সংখ্যা প্রায় ১৫ লাখ।

ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশন (সিএএমপিই) এর আয়োজনে রোববার রাজধানীর এলজিইডি ভবনে ‘এডুকেশন ওয়াচ-২০১৩’- এর ‘বাংলাদেশে প্রাক-প্রাথমিক শিক্ষার অবস্থা’ শীর্ষক এক প্রতিবেদনের প্রকাশনা অনুষ্ঠানে এ কথা জানানো হয়।

সিএএমপিই চেয়ারপার্সন কাজী রফিকুল আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্র্যাক চেয়ারপার্সন ফজলে হাসান আবেদ, সিএএমপিই নির্বাহি পরিচালক রাশেদা কে. চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ।

অনুসন্ধানের বিষয়গুলো উপস্থাপন করেন ‘এডুকেশন ওয়াচ-২০১৩’- এর প্রধান গবেষক সমীর রঞ্জন নাথ।

অনুষ্ঠানে মোস্তাফিজুর রহমান বলেন, সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও দেশে প্রাক-প্রাথমিক শিক্ষার বিস্তারে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে।

তিনি বলেন, ‘ইতিমধ্যে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য ১৫ হাজার শিক্ষক নিয়োগ করা হয়েছে। আরও সাত হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।’

শিক্ষা ছাড়া জ্ঞান ভিত্তিক জাতি সমাজ গঠন সম্ভব নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, অর্থনৈতিকভাবে স্বচ্ছল একটি জাতি গড়ার লক্ষ্যে সকল শিশুর জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয় করা প্রয়োজন।
বাংলাদেশ