দায়িত্বে অবহেলা ও ঋণ-অনিয়মের অভিযোগে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলামকে অপসারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
রোববার বিকালে তাকে অপসারণের কথা জানান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী।
বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের অপসারণ সম্পর্কে এস কে সুর বলেন, তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও ঋণ-অনিয়মের অভিযোগ থাকায় এবং বাংলাদেশ ব্যাংকের সঙ্গে করা সমঝোতা স্মারক যথাযথভাবে প্রতিপালন না করায় তাকে অপসারণ করা হয়েছে।
ডেপুটি গভর্নর জানান, আগামী ৮ জুন পর্যন্ত মেয়াদ ছিল কাজী ফখরুল ইসলামের। রোববার বিকাল পাঁচটায় তাকে চিঠি দিয়ে অপসারণের কথা জানানো হয়েছে।