‘চিকিৎসকদের গ্রামে থাকা নিশ্চিত করতে আইন হচ্ছে’

‘চিকিৎসকদের গ্রামে থাকা নিশ্চিত করতে আইন হচ্ছে’

nasimmস্বাস্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, “চিকিৎসকদের গ্রামে থাকা নিশ্চিত করতে এবং স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে শিগগির দুটি আইন সংসদে পাশ হচ্ছে।” একইসঙ্গে রাজধানীর বারডেমে চিকিৎসকের ওপর ও রাজশাহীতে চিকিৎসক কর্তৃক সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শিগগির ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

রোববার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। সন্ধ্যা ছয়টা থেকে পৌনে সাতটা পর্যন্ত তিনি হাসপাতাল পরিদর্শন করেন। পরে হাসপাতালের কনফারেন্স রুমে সাংবাদিকদের ব্রিফ করেন।

সাংবাদিক, চিকিৎসক, ইন্টার্ন ও নার্সদের সবাইকে সহনশীল হওয়ার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, “হাসপাতালে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের কোনো বাধা দেয়া হবে না।”

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “বারডেমে চিকিৎসকের ওপর ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ওপর চিকিৎসকদের হামলার ঘটনায় তদন্ত প্রতিবেদন ইতিমধ্যে মন্ত্রণালয়ে পৌঁছে গেছে। প্রতিবেদন দেখে শিগগির অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”

কিছু দিন আগে ঢাকা মেডিকেলে সাংবাদিকদের ওপর চিকিৎসকদের হামলার পর মেডিকেল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের জন্য হাসপাতালের নির্ধারিত কক্ষ বন্ধ করে দেয়া হয়। ওই কক্ষটি খুলে দিতে রোববার হাসপাতালের পরিচালককে নির্দেশ দিয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক বলেন, “আমরা প্রায়ই খবর পাই হাসপাতালে সিনিয়র চিকিৎসকরা দুপুর আড়াইটা পর্যন্ত থাকার নিয়ম থাকলেও তারা নির্ধারিত সময়ের আগে চলে যান।এতে ইন্টার্ন বা অনারারি চিকিৎসকদের রোগী দেখতে হয়।”

সিনিয়র চিকিৎসকদের হাসপাতালে থাকা বাধ্যতামূলক করার বিষয়ে তিনি স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

ব্রিফিংয়ের সময় অন্যদের মধ্যে ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ইসমাইল খান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ইকবাল আর্সলান, হাসপাতালের পরিচালক, উপপরিচালক, শিক্ষক সমিতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ