ইউরোপিয়ান ফুটবলের ৫৯ বছরের ইতিহাসে যা হয়নি

ইউরোপিয়ান ফুটবলের ৫৯ বছরের ইতিহাসে যা হয়নি

চ্যাম্পিয়নস লিগে অল মাদ্রিদ ফাইনাল। মানে মুখোমুখি রিয়াল মাদ্রিদ-অ্যাটলেটিকো মাদ্রিদ। হাই-ভোল্টেজ এই ম্যাচের আগে উতপ্ত মাদ্রিদ শহর। উত্তেজনার পারদ এতটা যে বিশ্বকাপের কথাই ভুলে গেছে মাদ্রিদবাসী।
ম্যাচটা যেখানে হবে সেই লিসবন শহরেও উত্তেজনার আঁচ লেগেছে। ম্যাচের আগে ভিন্ন মেজাজে দুই শিবির। দিয়েগো কোস্টা এবং আরদা তুরান চোট 82988_1সারিয়ে ফিরে আসায় চাপহীন অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমিওনে। অ্যাটলেটোর টপ স্কোরার কোস্টা এবং তুরান দুজনেই বার্সেলোনার বিরুদ্ধে লা লিগা ফাইনালে চোট পান। শুক্রবার দলের সঙ্গে অনুশীলন করেন কোস্টারা।

অন্যদিকে, ম্যাচের আগে একটু চিন্তিত রিয়াল মাদ্রিদ শিবির। কারণ ক্রিস্টিয়ানো রোনালদোর চোট। তবে ফাইনালে তিনি খেলবেন বলে সমর্থকদের আশ্বস্থ করেছেন স্বয়ং ফিফার বর্ষসেরা এই ফুটবলার।

আজ রিয়াল মাদ্রিদ জিতলে দশবার চ্যাম্পিয়ন হবে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ খেতাব জয়ের সুযোগ অ্যাটলেটিকোর সামনে।

খেলাধূলা