সিকিউরিট সলিউশলে একটি সিকিউর কোম্পানির সঙ্গে হাত মেলালো ফেসবুক৷ এর ফলে ফেসবুক ইউজাররা তাদের নিজস্ব সিস্টেম থেকে ম্যালওয়ারকে নিধন করতে পারবে৷ করা যাবে ব্লকও৷ আর ফেসবুক এই সুবিধা ইউজারদের দেবে এক্কেবারে বিনামূল্যে৷
ম্যালওয়ার সহ অন্য সদিদ্ধ সফটওয়ার কমপিউটার এবং অন্যান্য কোনও ডিভাইসকে সাধারণ পারফর্মেন্সেরর খরব রাখে৷ চুরি করতে পারে কমপিউটারের ডেটা৷এছাড়া ওই সমস্ত ম্যালওয়ার করতে পারে কমপিউটার হ্যাকিং৷
ফেসবুকের সঙ্গে গাঁটছড়া বাঁধা ওই সংস্থাটি জানাচ্ছে, তাদের সিকিউরের মাধ্যমে তারা ফেসবুক ব্রাইজারে থাকা ম্যালওয়ার স্ক্যানার বিনামূল্যে দেবে৷ এই ম্যালওয়ার স্ক্যানার পুরোপুরি ফেসবুকের সঙ্গে যুক্ত থাকবে৷ যখনই ফেসবুক অ্যাকাউন্টে সন্দেহভাজন ম্যালওয়ার বা ভাইরাস প্রবেশ করবে, তখনই ফেসবুক ব্যবহারকারীরা ক্লিনআপ প্রক্রিয়া শুরু করতে পারবেন৷ এই ম্যালওয়ার স্ক্যানিং এবং ক্লিন আপ সরাসরি ফেসবুকের মাধ্যমে ব্রাউজার উইডোজে হবে৷সুরক্ষিত থাকব ফেসবুক ব্যবহারকারীদের কমিউটার সহ অন্যান্য ডিভাইস৷