নারায়ণগঞ্জে আরো অঘটন ঘটাতে পারে : শামীম ওসমান

নারায়ণগঞ্জে আরো অঘটন ঘটাতে পারে : শামীম ওসমান

shamim_o1নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জে কোনো কিছু ঘটলেই প্রকৃত বিষয় খতিয়ে না দেখে একটা মহল ও দু-একটি গণমাধ্যম আমাদের পরিবারের দিকে অঙ্গুলি হেলন করে মিথ্যাচার করে। তাতে আমরা শঙ্কিত যে, ভবিষ্যতেও বড় ধরনের অঘটন ঘটানোর চেষ্টা করা হবে। সেক্ষেত্রে আগামী ২৬ জুন নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচনের আগেও রফিউর রাব্বীকে গুম করে দিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করা হতে পারে এমন আশঙ্কা করে শামীম ওসমান রফিউর রাব্বীকে যথাযথ নিরাপত্তা দেয়ার আহ্বান জানান।

তিনি বলেন, যে ব্যক্তি (রাব্বী) প্রায় ২০ কোটি টাকার খেলাপী ঋণে জর্জরিত সেই ব্যক্তি কার ভরসায় নির্বাচন করতে চাচ্ছেন তা খতিয়ে দেখা উচিত। নারায়ণগঞ্জের সেভেন মার্ডারের ঘটনা থেকে মানুষ ও মিডিয়ার দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতে আরো বড় অঘটন ঘটনানোর চেষ্টা করা হতে পারে বলে শামীম ওসমান আশংকা প্রকাশ করে বলেন, এ বিষয়ে আমি সাংবাদিক ভাইদের সহযোগিতা চাই।

শনিবার বিকালে নারায়ণগঞ্জ ক্লাবে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন শামীম ওসমান।

শামীম ওসমান বলেন, যে গোয়েন্দা সংস্থা একটি জাতীয় পত্রিকাকে নূর হোসেনের সাথে আমার কথোপকথনের সিডি দিয়েছে তারা বিশেষ উদ্দেশে মানুষকে বিভ্রান্ত করতে সেটা করেছে।

তিনি কথপোকথনের বিষয়টি স্বীকার করে বলেন, ২৯ এপ্রিল তার সাথে (নূর হোসেন) একবার নয় সাতবার কথা বলেছি। অনেকেই আমাকে অচেনা নাম্বার থেকে ফোন করে সেও একটি অচেনা নাম্বার থেকে ফোন করলে তাকে আমি বলি যদি নির্দোষ হও তাহলে আদালতে আত্মসমর্পণ করো। কিন্তু আমার কথোপকথনের বিষয়টি পুরোটা প্রকাশ না করে আংশিক প্রকাশ করায় প্রকৃত বিষয়টি মানুষ জানতে পারেনি।

শামীম ওসমান বলেন, আমাদের পরিবার নারায়ণগঞ্জের গণমানুষের ভালবাসায় সিক্ত। সেই ঐতিহ্যবাহী পরিবারকে খাটো করতে নানা ছক আকা হচ্ছে। আমাকে আটকানোর নানা চেষ্টা করা হচ্ছে।

বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, নানা ষড়যন্ত্রের মোকাবিলা করতে করতে আমি টায়ার্ড। আমাদের পরিবারের আর কোন চাওয়া পাওয়া নেই। আমাদের এমপি মন্ত্রীত্বও দরকার নেই। এমনকি আগামী উপনির্বাচনেও আমাদের পরিবারের কেউ প্রার্থী হতে চায় না।

তিনি বলেন, হঠাৎ করে কী উদ্দেশে নূর হোসেনের সাথে আমার কথপোকথনের রেকর্ড একটি বিশেষ পত্রিকায় সরবরাহ করা হলো তা বুঝতে বাকি নেই।

কাদের বাঁচাতে এটা তারা করেছে এমন প্রশ্ন রেখে তিনি বলেন, তারা এত কিছু জেনেছে নূর হোসেন গুলশানে আছে, ধানমন্ডিতে আছে তাহলে তারা তাকে গ্রেপ্তার করলো না কেন? তিনি বলেন, আমি এখনও বলছি প্রশাসনের সবাই মন্দ নয়। আর দুই একজন খারাপ কর্মকর্তার জন্য পুরো বাহিনী খারাপ হতে পারে না।

রাজনীতি