শামীম ওসমানকে গ্রেফতার দাবি

শামীম ওসমানকে গ্রেফতার দাবি

shamim_osmanনারায়ণগঞ্জের আলোচিত ৭ হত্যা মামলার প্রধান আসামি নূর হোসেনের সঙ্গে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের কথোপকথনের অডিও প্রকাশিত হওয়ার পর তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের দাবি উঠেছে নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে।

এসব সংগঠনের নেতারা বলছেন, শামীম ওসমান ও নূর হোসেনের অডিও কথোপকথনে এটা নিশ্চিতভাবে বোঝা গেছে যে, আলোচিত সাত হত্যাকাণ্ডের সঙ্গে কোনো না কোনোভাবে শামীম ওসমানের যোগসূত্র রয়েছে। এ কারণেই শামীম ওসমান মামলার প্রধান আসামি নূর হোসেনকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেন।

৭ হত্যাকাণ্ড এবং নূর হোসেনের পালিয়ে যাওয়ার ব্যাপারে বিস্তারিত জানতে হলে শামীম ওসমানকে গ্রেফতারের কোনো বিকল্প নেই বলে তারা মনে করেন।

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, “নূর হোসেনের সঙ্গে শামীম ওসমানের ফোনালাপ এবং পরবর্তীতে তা প্রকাশিত হয়ে যাওয়ায় শুক্রবার রাতের সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সাত হত্যার সঙ্গে শামীম ওসমানের সম্পৃক্ততা বিষয়টি প্রমাণিত হয়েছে। এ হত্যাকাণ্ডের দায় শামীম ওসমান কোনো ভাবেই এড়াতে পারে না। শামীম ওসমান নারায়ণগঞ্জের ৭ হত্যাকাণ্ডের নির্দেশদাতা, নাকি সহযোগি, নাকি মাস্টারপ্লানার তা জানতে তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের মাধ্যমেই এর রহস্য উন্মোচন করতে হবে।

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব বাসসের উপ বার্তা প্রধান এবং নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কবি হালিম আজাদ বলেন, “নূর হোসেনের সঙ্গে তার কথোপকথনের বিষয়টি প্রকাশ হয়ে পড়লে সে নিজেই সব স্বীকার করেছে।”

তাকে গ্রেফতার করলে এ বিষয়ে আরো জানা যাবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, “শামীম ওসমান বলেছে, রফিউর রাব্বি গুম বা নাই হয়ে যেতে পারে। এটি তিনি কোথা থেকে কিভাবে জানলেন তা জানতে তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।”

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম বলেন, “শামীম ওসমান মাছ দিয়ে শাক ডাকার চেষ্টা করছে। নূর হোসেনকে আত্মসমর্পণের কথা বলা হয়েছে বলে শামীম ওসমান যে দাবি করছেন তা অডিও টেপের কোথাও নেই।”

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, “সাত হত্যাকাণ্ডের পর শামীম ওসমান অনেক টক শোতে গেছেন। কোথাও তিনি বলেননি যে, নূর হোসেনের সঙ্গে তার টেলিফোনে কথা হয়েছে। এখন অডিও প্রকাশ হয়ে পড়ায় তিনি স্বীকার করছেন যে, নূর হোসেনের সঙ্গে তার টেলিফোনে কথা হয়েছে।”

আনোয়ার হোসেন বলেন, “নূর হোসেনের উৎপত্তি শামীম ওসমানকে ঘিরেই। তার মাধ্যমেই নূর হোসেন আওয়ামীলীগে যোগ দিয়েছে। নূর হোসেনের সব অপকর্মও হতো তাকে (শামীম ওসমান) ঘিরে। নূর হোসেনের সব অবৈধ কাজ সম্পর্কে সে অবহিত ছিল। এখন অডিও প্রকাশ হয়ে যাওয়ায় শামীম ওসমান স্বীকার করছে।”

তিনি বলেন, “সারাদেশের মানুষ বিশ্বাস করে নূর হোসেনকে শামীম ওসমানই তাকে পার করে দিয়েছে।”

জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম বলেন, “সাত হত্যাকাণ্ডের পর শামীম ওসমানের সঙ্গে নূর হোসেনের সার্বক্ষণিক যোগাযোগ ছিল এবং এখনো আছে। এ কথা আমরা আগেও বলেছি, এখনও বলছি।”

শামীম ওসমান বেশ গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে উল্লেখ করে তিনি বলেন, “নূর হোসেনকে দিয়ে শামীম ওসমানই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।”

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু বলেন, “নূর হোসেনের সঙ্গে শামীম ওসমানের কথোপকথন প্রমাণ করে নারায়ণগঞ্জের সাত হত্যাকাণ্ডে শামীম ওসমানের সম্পৃক্ততা ছিল।”

তবে শামীম ওসমান ও নূর হোসেনের কথোপকথনের ব্যাপারে কোন মন্তব্য করতে রাজী হননি, শামীম ওসমানের প্রকাশ্য সমালোচক হিসেবে পরিচিত সিটি করপোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী।

 

রাজনীতি