বিশ্বকাপের পর ওয়ানডে থেকে বিদায় আফ্রিদির

বিশ্বকাপের পর ওয়ানডে থেকে বিদায় আফ্রিদির

afridipমারমুখী ব্যাটসম্যান শহীদ আফ্রিদি ২০১৫ বিশ্বকাপ ক্রিকেটের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিতে পারেন। এরপর তিনি শুধু টি-২০ ক্রিকেট ম্যাচ খেলতে পারেন। গতকাল লাহোরে সাংবাদিকদের একথা বলেন আফ্রিদি।

আফ্রিদি চার বছর আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তিনি এখনো পাকিস্তান ওয়ানডে দলের নিয়মিত সদস্য।

পাকিস্তানের এই হার্ডহিটার অলরাউন্ডার তিনটি আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে খেলেছেন। ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটে তার নেতৃত্বে পাকিস্তান সেমিফাইনালে উঠেছিল।

সাংবাদিকদের আফ্রিদি বলেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৫ বিশ্বকাপ দলের দুই থেকে তিনজন সিনিয়র সদস্যের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

পাকিস্তান ক্রিকেট বোর্ড লাহোরে এক মাসের ফিটনেস ক্যাম্পের আয়োজন করেছে। এরপরই খেলোয়াড়দের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি করবে। ফিটনেস ক্যাম্পের বিষয়ে আফ্রিদি বলেন, ১৮ বছরের ক্রিকেট ক্যারিয়ারে প্রচুর সংখ্যক ক্যাম্পে অংশ নিলেও কোনো সন্দেহ নেই যে এবারের ক্যাম্পটি হবে খুব কঠিন।

খেলাধূলা