শনিবার জ্যাকব জুমার রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ

শনিবার জ্যাকব জুমার রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ

শান্তির প্রবাদপুরুষ নেলসন ম্যান্ডেলার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের নির্বাচনে জয় লাভের পর, নেলসন ম্যান্ডেলার একসময়ের ভাবশিষ্য, বর্তমান দলীয় প্রধান জ্যাকব জুমা দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি হিসেবে শপথবাক্য পাঠ করতে চলেছেন।

 image_92591_0
দক্ষিণ আফ্রিকার গুয়াতেং প্রদেশের উত্তরাংশের শহর প্রিটোরিয়ায় এ শপথবাক্য পাঠ করা হবে। শপথবাক্য পাঠ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জিম্বাবুয়ের রাষ্ট্রপতি রবার্ট মুগাবে।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কোন প্রতিনিধি পাঠাচ্ছে না। কিন্তু রাশিয়া, চীন ও ভারতের প্রতিনিধিরা নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকবেন।
গত ৭ মে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নির্বাচনে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস জয় লাভ করে।
শপথবাক্য পাঠের পর পরবর্তী ৫ বছরের জন্যে রাষ্ট্রপতি হিসেবে দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন বিগত শাসনামলে বিপুল অংকের দুর্নীতির অভিযোগে আকণ্ঠ নিমজ্জিত জ্যাকব জুমা।
আন্তর্জাতিক