সিরাজগঞ্জে কলেজছাত্রী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে কলেজছাত্রী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জ সরকারি কলেজের মেধাবি ছাত্রী লিজা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে ‘বন্ধু ও বন্ধুত্ব’ সংগঠন।
শনিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত শহরের নাজমুল চত্বরে এই মানববন্ধন করা হয়।image_83162_0

মানববন্ধনে বক্তব্য দেন লিজার বাবা লিয়াকত আলী, বাসদের সমন্বয়ক নব কুমার কর্মকার ও লিজার সহপাঠীরা।

মানববন্ধনে লিজার সহপাঠী, কলেজ শিক্ষার্থী, এলাকাবাসী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেফতারের জন্য পুলিশের প্রতি আহ্বান জানান।

গত ২৪ মার্চ শহরের এস এস রোডের ফ্রেন্ডস প্লাজার ছাদ থেকে সিরাজগঞ্জ সরকারি কলেজের মেধাবী ছাত্রী লিজাকে ফেলে দেয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ ও পরে ঢাকায় পাঠানো হয়। ৩০ মার্চ বিকালে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনার জন্য নিহতের বাবা সিরাজগঞ্জ জজ কোর্টের পেশকার লিয়াকত আলী বাদী হয়ে লিজার বান্ধবী বন্যার নাম উল্লেখ সহ কয়েকজনের নামে মামলা করেন। মামলা করার পর থেকেই বন্যা ও তার পরিবার পলাতক রয়েছে।

দুই মাস অতিক্রান্ত হলেও আজ পর্যন্ত কোনো আসামি আটক না হওয়ায় ‘বন্ধু ও বন্ধুত্ব’ সংগঠনের পক্ষ থেকে শনিবার এই মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়।

জেলা সংবাদ