মহাসমাবেশ নিয়ে জোটের শরিক ও সমমনাদের সঙ্গে বৈঠক করলেন খালেদা

মহাসমাবেশ নিয়ে জোটের শরিক ও সমমনাদের সঙ্গে বৈঠক করলেন খালেদা

আগামী ১২ মার্চ ‘চল চল ঢাকা চল’ কর্মসূচি সফল করতে চারদলীয় জোটের শরিক ও সমমনা রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিরোধী দলের নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার রাত পৌনে ১০ টায় তার গুলশান কার্য়ালয়ে এ বৈঠক শুরু হয়। শেষ হয় রাত সাড়ে ১০ টায়।

বৈঠক শেষে চারদলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ সাংবাদিকদের বলেন, ‘আগামী ১২ মার্চ চল চল ঢাকা চল কর্মসূচি সফল করার বিষয়ে আলোচনা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জোট সম্প্রসারণের ব্যাপারে একটি নীতিগত সিদ্ধান্ত চারদলীয় জোট আগেই নিয়ে রেখেছে। এ বিষয়ে আজ আলোচনা হয়েছে।’

কবে নাগাদ জোট সম্প্রসারণের কাজ চূড়ান্ত হবে জানতে চাইলে তিনি বলেন, ‘খুব শিগগিরই হবে। আপাতত নামের টেকনিক্যালিটি নিয়ে আলোচনা হচ্ছে।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘১২ মার্চ মহাসমাবেশ থেকে অবশ্যই কর্মসূচি ঘোষণা করা হবে। তবে কী কর্মসূচি দেওয়া হবে তা এখনও ঠিক হয়নি।’

এ সময় খেলাফত মজলিশের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ ইসহাক অনুরূপ কথা বলেন সাংবাদিকদের সামনে।

খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠেয় এ বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুস সোবহান, কার্যপরিষদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি নুরুল, ইসলামী ঐক্যজেটের মহাসচিব আব্দুল লতিফ নেজামী, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, খেলাফত মজলিশের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ ইসহাক, সাধারণ সম্পাদকক অধ্যাপক ড. আহমেদ আব্দুল কাদের বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আব্দুল মালেক চৌধুরী, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, এনপিপির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলু, সাধারণ সম্পাদক ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ ন্যাপ’র চেয়ারম্যান জেবেল রহমান গানি, মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র চেয়ারম্যান শায়েখ আব্দুল মবিন, মহাসচিব মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা, সাধারণ সম্পাদক আলমগীর মজুমদার, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাহাঙ্গীর আলম প্রধান, বাংলাদেশ মুসলিম লীগ’র নির্বাহী সভাপতি এএইচএম কামরুজ্জামান খান, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মবিন, সাধারণ সম্পাদক এম এ রশিদ প্রধান ও ন্যাপ’র (ভাসানী) সাধারণ সম্পাদক হাসরত খান ভাসানী।

রাজনীতি