মজীনার স্থলাভিষিক্ত হচ্ছেন মার্সিয়া

মজীনার স্থলাভিষিক্ত হচ্ছেন মার্সিয়া

বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছেন মার্সিয়া স্টিফেন ব্লুম বার্নিক্যাট। তিনি ঢাকায় নিযুক্ত বর্তমান মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার স্থলাভিষিক্ত হবেন বলে আশা করা হচ্ছে।
image_83144_0
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২২ মে মার্সিয়াকে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের পদে মনোনয়ন দেয়ার ঘোষণা দেন। হোয়াইট হাউসের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

কংগ্রেসে শুনানির পর মার্সিয়ার নিয়োগ চূড়ান্ত হবে। এই প্রক্রিয়া শেষ হতে বেশ কয়েক মাস সময় লাগতে পারে। মার্সিয়ার নিয়োগ কংগ্রেস অনুমোদন করলে তিনি ঢাকায় নিযুক্ত বর্তমান মাকিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার স্থলাভিষিক্ত হবেন। ২০১১ সালের নভেম্বরে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব নেন মজীনা।

জর্জটাউন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন মার্সিয়া। তিনি পেশাদার কূটনীতিক। বর্তমানে মানবসম্পদবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। ২০১২ সাল থেকে এই দায়িত্বে আছেন মার্সিয়া। এর আগে তিনি সেনেগাল ও গিনি-বিসাউয়ে রাষ্ট্রদূত ছিলেন। ২০০৬-০৮ সাল পর্যন্ত মার্কিন পররাষ্ট্র দফতরের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরোতে কাজ করেছেন। এ ছাড়া কূটনীতিক হিসেবে আরো অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন মার্সিয়া।

বাংলাদেশ