আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান দমিনিক স্ত্রস কান গতকাল মঙ্গলবার ফ্রান্সের উত্তরাঞ্চলীয় একটি পুলিশ স্টেশনে যান। যৌন কেলেঙ্কারিবিষয়ক একটি তদন্তে জেরার মুখোমুখি হতে তিনি এই হাজিরা দেন।
পুলিশের একজন মুখপাত্র জানান, স্থানীয় সময় সকাল নয়টার কিছুক্ষণ আগে স্ত্রস কান লিল শহরের গেন্দারমেরি পুলিশ স্টেশনে পৌঁছান। ধারণা করা হচ্ছে, ‘কার্লটন কেলেঙ্কারির’ বিষয়ে কানকে ৪৮ ঘণ্টা পর্যন্ত জেরা করা হতে পারে।
ফরাসি কৌঁসুলিদের ধারণা, ফ্রান্সের উত্তরাঞ্চলীয় কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের নির্বাহীদের একটি চক্র জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের সহায়তায় একটি নেটওয়ার্ক পরিচালনা করছেন। এই নেটওয়ার্ক কয়েকটি দেশে হোটেলের ‘বিনোদন পার্টিতে’ সঙ্গী সরবরাহ করে থাকে।
কয়েকজন স্থানীয় ব্যক্তির বিরুদ্ধে ওই নেটওয়ার্কের মধ্যস্থতা করতে প্রতিষ্ঠানের অর্থ অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে এবং স্ত্রস কান জেনে-শুনে সরকারি ঠিকাদারি কাজের সঙ্গে জড়িত সেসব প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতায় আয়োজিত বিনোদন পার্টিতে অংশ নিয়েছেন বলে অভিযোগ আনা হয়েছে।
৬২ বছর বয়সী সাবেক সমাজবাদী মন্ত্রী কান রোমাঞ্চকর উদ্দাম জীবন অতিবাহিত করার বিষয়টি স্বীকার করেছেন। তবে সেসব পার্টির নারীদের অর্থের বিনিময়ে আনা হয়েছে বা তাঁদের জন্য ওই প্রতিষ্ঠানগুলো অর্থ পরিশোধ করেছে—এমন তথ্য জানার বিষয়টি অস্বীকার করেছেন কান। এএফপি।