সাভারের বলিয়ারপুর এলাকায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে দু’জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
আজ শনিবার সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম জানা যায়নি।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, সকালে বলিয়ারপুর এলাকায় ঢাকা থেকে সাভারগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়।এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই এর দুই যাত্রী মারা যান। এ ঘটনায় আহত হন আরো পাঁচ যাত্রী। তাদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দু’টি উদ্ধার করেছে।