রাজনীতিতে নামতে চান অ্যাঞ্জেলিনা

রাজনীতিতে নামতে চান অ্যাঞ্জেলিনা

anjelina jবিশ্বের সবচেয়ে সুন্দর ঠোঁটের অধিকারিনি যদি নিজের সুন্দর ঠোঁট দিয়ে একবারটি বলে ওঠেন৷ ‘আমাকে ভোট দিন৷ আমি উন্নয়ন আনব৷’ তাহলে ব্যাপারটি কেমন হয়? নানা ভারতের নির্বাচন শেষ, মোদি সরকার গোটা দেশে ‘ভাল দিন’ আনতে একেবারে রেডি৷

গপ্পোটা মার্কিনের, সঙ্গে একেবারে হলিউডি টাচ! গপ্পোটা অ্যাঞ্জেলিনা জোলিকে নিয়েই৷ অভিনয়ের পাশাপাশি বরাবর সমাজসেবার সঙ্গে যুক্ত থেকেছেন অ্যাঞ্জেলিন৷ এমনকি, বিয়ে-সাদি না করে ছ’য় বাচ্চাকে দত্তকও নিয়েছেন তিনি৷ আর এবার নিজের সমাজসেবার মনোভাবকে লাগাতে চান নতুন কাজে৷ দেশএর জন্য করতে চান প্রচুর প্রচুর কাজ৷ তাই তো সম্প্রতি রাষ্ট্রসংঘের রিফিউজি-র উন্নয়নের সংস্থায় এসে সাংবাদিকদের প্রশ্নে জানালেন, ‘আমি রাজনীতিতে নামতে চাই৷ সরাসরি সরকারের সঙ্গে যুক্ত হতে চাই উন্নয়নের কাজে৷ আর চাই মহিলারা আরও বেশি করে অংশ যাতে নেয় রাজনীতিতে৷’ আপাতত, অ্যাঞ্জেলিনার এই সব রাজনৈতিক চিন্তন সুপারহিট তাঁর অভিনিত শেষ ছবি থেকেও৷ নিন্দুকেরা অবশ্য বলছেন, হলিউড থেকে তাড়া খেয়ে এখন নাকি টিকে থাকার জন্য অ্যাঞ্জেলিনা আসতে চান রাজনীতির মঞ্চে৷

বিনোদন